ডেস্ক রিপোর্ট::
আজ হিজরি বর্ষের ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার মানবতার মুক্তিদূত, আল্লাহর প্রিয় নবী ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে আগমন করেন। ১১ হিজরির আরেক রবিউল আউয়ালের ১২ তারিখ সোমবার বিশ্বজগৎসমূহের রহমতের দূত নবী (সা.) ওফাত লাভ করেন। তিনি ৬৩ বছর হায়াত লাভ করেছিলেন।
দিনটি মুসলিম বিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে উদ্যাপন করা হয়। মুসলিম জাহানের আশেকে রসুলের কাছে একটি পবিত্রতম দিন আজ। বাংলাদেশে জাতীয়ভাবে দিনটি উদ্যাপনের জন্য সরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
Leave a Reply