স্টাফ রিপোর্টার::
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের সদর উপজেলা ও বড়াইগ্রাম উপজেলার ১২টি ইউনিয়নে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোট গ্রহণ শুরু হবার কিছুক্ষণ পরে ৪ নং লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে আনারশ মার্কার এজেন্ট কে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী কাবির হোসেন কাঙাল। তিনি বলেন টলটলিয়া ও লক্ষিপুর সহ কয়েকটি কেন্দ্রে আমার এজেন্ট কে ঢুকতে দিচ্ছে না নৌকা প্রতীকের লোকজন। সরো জমিনে ঘুরে দেখা গেছে প্রথম দিকে তাদের বের করে দেয়ার অভিযোগ সত্য। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমের কিছুক্ষণ পর আবার তা স্বাভাবিক হয়।
সদর উপজেলার ৭টি ও বড়াইগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের মোট ১৫০টি কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটগ্রহণের শুরুতেই কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নাটোর সদর উপজেলায় ৭টি ইউনিয়নের জন্য ৩ প্লাটুন ও বড়াগ্রাম উপজেলার ৫টি ইউনিয়নের জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়াও পুলিশ, র্যাব স্টাইকিং ফোর্স হিসেবে টহল দেবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত নিয়ে মাঠে অবস্থান করছেন। নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনে ১২টি ইউনিয়নে মোট ৪০ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন।
এর মধ্যে নাটোরে ৭টি ইউনিয়নে ২৬ জন ও বড়াইগ্রামের ৫টি ইউনিয়নে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
Leave a Reply