স্টাফ রিপোর্টার::
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ নেতা বাবাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বান্দরবান জেলা আওয়ামী লীগ।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাবা পুলাঅং মারমা রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। মেয়ে মাশৈখিং মারমা আলেক্ষ্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পরাজিত করার লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণ জানতে চাওয়া হয় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মেয়ের বাবা আওয়ামী লীগ নেতা পুলাঅং মারমা বলেন, জেলা আওয়ামী লীগের কারণ দর্শানো নোটিশ পেয়েছি। নোটিশের জবাব দেওয়া হবে।
তিনি জানান, মেয়ে চেয়ারম্যান প্রার্থী পদে নির্বাচন করলেও আমি আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Leave a Reply