মকবুল::
আহত মেম্বার ফজর আলী দেওয়ান কে দেখতে হাসপাতালে ছুটে যান ৮ নং ওয়ার্ড এর মেম্বার শরিফুল ইসলাম। ৪ নং লক্ষিপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর মেম্বার। ৪ জানুয়ারি দিবাগত রাতে আনুমানিক ২ টায় কানুন ফিলিং স্টেশনে পিকাপ এর ধাক্কায় তিনি আহত হয়েছেন। পাম্পে দারিয়ে থাকা গারি থেকে কে বা কারা তেল চুরি করতেছিল, এ সময় ফজর আলী বাঁধা দিতে যান, পিকাপে থাকা চোর ফজর আলীর উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। তিনি ছিটকে পড়ে যান।
তখন তার ডান পা এর উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। কানুন ফিলিং স্টেশনের মালিক ধীরেন্দ্রনাথ সাহা বলেন, আমরা প্রশাসনকে জানিয়েছি গাড়িটি ধরার চেষ্টা চলছে।
Leave a Reply