ডেস্ক রিপোর্ট::
ক্ষুদ্রঋণ সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন ৪টি বিভাগে ১৩ ধরনের পদে মোট ৮৩৮টি
এর মধ্যে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে (MFP) ট্রেইনি ক্রেডিট অফিসার পদে নিয়োগ দেয়া হবে ৪৪৫ জন। এই বিভাগের অন্যান্য পদগুলো হলো- অ্যাকাউন্টেন্ট (৮০টি পদ), এমই সুপারভাইজার (১০টি), শাখা ব্যবস্থাপক (৭০টি), এরিয়া সুপারভাইজার (২০টি), ফাইন্যান্স সুপারভাইজার (৮টি) ও রিজিওন হেড (৫টি)।
এছাড়া, ক্ষুদ্র উদ্যোগ ঋন কার্যক্রমে (SMEP) রিলেশনশিপ অফিসার (২০০টি পদ), সিনিয়র রিলেশনশিপ অফিসার (৫০টি পদ), এসএমই সুপারভাইজার (৩০টি পদ), এরিয়া কো-অর্ডিনেটর (১০টি পদ) ও কো-অর্ডিনেটর (৫টি পদ) পদে জনবল নিয়োগ দেয়া হবে।হেলথ প্রোগ্রাম বিভাগে মেডিকেল অ্যাসিস্টেন্ট (চুক্তিভিত্তিক) নিয়োগ দেয়া হবে ৫০ জন।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান শক্তি ফাউন্ডেশনের নির্ধারিত মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২২।
নিয়োগ বিজ্ঞপ্তিটি ২১ জানুয়ারি ২০২২ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে।
Leave a Reply