মোঃ মকবুল হোসেন::
আরও এক ধাপ এগিয়ে শক্তি ফাউন্ডেশনে যূক্ত হলো আরও একটি শাখা। শক্তি ফাউন্ডেশনের নতুন শাখায় প্রথম ঋণ বিতরণ ও শাখা উদ্বোধন করেন ক্রেডিট প্রোগ্রামের প্রধান মোঃ এমদাদুল হক। ৮ ফেব্রুয়ারি ২০২২ চাঁদ পুর জেলার সাচার এলাকার দরিদ্র অবহেলিত নারীদের উন্নয়নের লক্ষ্যে এ শাখাটি উদ্ভোধন করা হয় । ৪৬৪ নং শাখাটি গত ডিসেম্বর ২০২১ এ খোলা হয়। যূক্ত হলো আরও কিছু কর্মসংস্থান। শক্তি ফাউন্ডেশন শুধু নারীদের উন্নয়নের জন্য কাজ করেছেন তা নয়। শক্তি ফাউন্ডেশন অসংখ্য বেকার যুবক-যুবতিদের জন্য আসির্বাদ।
ক্রেডিট প্রোগ্রামের প্রধান মোঃ এমদাদুল হক কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সততার সাথে কাজ করলে আপনারা অবশ্যই সফল হবেন। একটি শাখা তখন উন্নয়নের মুখ দেখবে যখন ঐ শাখার ম্যানেজার ও অন্যান্য কর্মীরা একত্রে মিলে মিশে আলাপ-আলোচনা করে সদস্যর উন্নয়নে কাজ করবে।
রিজোন হেড সৈয়দ আখতারুজ্জামান বলেন, আমরা অবহেলিত নারী এবং নারী উদ্যোক্তাদের খোঁজে ঋণ বিতরণ করতে হবে। সাচার এলাকায় অনেক নারী উদ্যোক্তা রয়েছে তাদের মধ্যে অনেকেই টাকার অভাবে ব্যাবসা দার করাতে পারছেন না তাদের ঋণ দিয়ে সহায়তা করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,এরিয়া সুপার ভাইজার, ম্যানেজার, ক্রেডিট অফিসার ও সদস্য গণ।
শক্তি ফাউন্ডেশন একটি বেসরকারি প্রতিষ্ঠান।এটি ১৯৯২ সালের ২ এপ্রিল ঢাকার মীরপুরে যাত্রা শুরু করে ।
Leave a Reply