স্টাফ রিপোর্টার::
নাটোর সদর থানাধীন পাড় আটঘরিয়ায় বৈদ্যুতিক শক থেকে লাগা অগ্নিকাণ্ডে মোকসেদ মন্ডল এর বাড়ির ৪ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২৬ শে মার্চ দুপুর পৌনে দুইটার দিকে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। সরোজমিনে গিয়ে দেখা যায়, বৈদ্যুতিক শক থেকে লাগা আগুন পর পর ৪টি ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা জিনিষ গুলোর কিছুই বের করে আনতে পারে নাই। মোকসেদ মন্ডল এর স্ত্রী আরজিনা বেগম বলেন,নগদ টাকা ও স্বর্ণালংকার ছিল আলমারিতে কিন্তু আগুনের তীব্রতায় ঘরে ঢুকতে পারি নাই। চোখের সামনেই সব পুড়ে ছাই হয়ে গেছে, আমি কিছুই করতে পারলাম না। তিনি আরো বলেন, আমার ছেলে এবার এস,এস,সি পরীক্ষা দিবে । তার বই পত্র সব কিছু পুড়ে গেছে এখন তার পড়ার মতো কোন বই নাই।
আগুন লাগার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এর গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস এর অফিসার রুহুল আমিন বলেন, আমরা যখন আসছি ততক্ষনে ৩ টি ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। ৩০ মিনিটের মধ্যেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি বলেন, বৈদ্যুতিক শক থেকে আগুন লাগতে পারে বলে আমরা ধারণা করছি।
Leave a Reply